করোনার প্রভাবে অর্থাভাবে পাকা ধান ঘরে তোলা নিয়ে দিশেহারা বাবু নামের এক কৃষকের ধান কেটে দিল হাকিমপুর উপজেলা ছাত্রলীগ। রবিবার সকাল ১১টায় হাকিমপুর উপজেলার চেংগ্রাম এলাকার ওই কৃষকের ৩৩ শতক জমির ধান কাটাই ও মাড়াই করে ঘরে তুলে দেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
হাকিমপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুব রহমানের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের সভাপতি শ্রী সুমন, পৌর ছাত্রলীগের সভাপতি তারিকুল সরকার, সাধারণ সম্পাদক অনিক সরকার, হাকিমপুর সরকারি কলেজ শাখার সভাপতি শুভ মুন্সিসহ ২০ জনের একটি দল এই কার্যক্রমে অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/আল আমীন