হবিগঞ্জের লাখাইয়ে ঘরের চালায় নারিকেল পড়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৩ দাঙ্গাবাজকে আটক করেছে। শনিবার সন্ধ্যার এ ঘটনায় আজ চিকিৎসাধীন ওই যুবকের মৃত্যু হয়।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত ব্যক্তি ওই উপজেলার সাতাউক গ্রামের বাবুল মিয়ার ছেলে সফিল মিয়া।
লাখাই থানার ওসি মো. সাইদুর রহমান জানান, ঘরের চালায় নারিকেল পড়া এবং বাথরুমের ট্যাংকের পানি যাওয়া নিয়ে সংঘর্ষ হয়। ৩ জন আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ঘরের চালায় নারিকেল পড়া নিয়ে সাতাউক গ্রামের ধনু মিয়া এবং জানু মিয়ার মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে শনিবার সন্ধ্যায় তাদের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় সফিল মিয়াকে (৩২) ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল