চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ২টি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলিসহ মোঃ কালু (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত মোঃ কালু হচ্ছে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের লাতর বারিক বাজার গ্রামের মোঃ মফিজ উদ্দিনের ছেলে।
শনিবার রাত ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জের সদস্যরা তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ আজমল হোসেনের নেতৃত্বে র্যাবের একটি দল শনিবার রাত ১২টার দিকে অভিযান চালায়। এসময় একজনের উপস্থিতি ও গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব তাকে চ্যালেঞ্জ করে এবং ঘটনাস্থলেই কালুকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন