কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে নিখোঁজের দুইদিন পর নদী থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। উদ্ধারকৃত ব্যক্তি ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের শালঝোড় গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে আলহাজ আব্দুর রহমান (৮৫)।
পুলিশ ও এলাকাবাসীরা জানান,আব্দুর রহমান নামে ওই বৃদ্ধ রবিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে যান। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করে পাচ্ছিলেন না। এরপর মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে স্থানীয় গদাধর নদীতে সেখানকার লোকজন ওই বৃদ্ধের লাশ ভাসতে দেখেন। এসময় তারা ভূরুঙ্গামারী থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।এরপর তার স্বজনরা এসে বৃদ্ধের লাশ শনাক্ত করে।
এ ব্যাপারে ভুরুঙ্গামারী থানার ওসি আতিয়ার রহমান নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার