কুড়িগ্রামের চিলমারী উপজেলার বালাবাড়ীহাট এলাকার একটি রাস্তা দীঘদিন যাবত সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। মালেকের মোড় থেকে গাবেরতল বাজারগামী রাস্তাটি বিগত বছরের বন্যায় ভেঙ্গে যায়। কিন্তু তখন থেকে এ পর্যন্ত এ রাস্তাটি মেরামত না করায় এ এলাকার প্রায় অর্ধলাখ মানুষের দুর্ভোগ এখন চরমে।
চিলমারী উপজেলার পুঁটিমারী, কাঁচকোল হাট, রাণীগঞ্জ, ঠগের হাট, ফকিরের হাট, ব্যাপারীর বাজার, নয়ারহাট ও সর্দার পাড়া এলাকার প্রায় ৫০ হাজার মানুষ তাদের প্রয়োজনীয় কাজ করতে এ রাস্তার ওপর দিয়ে যাতায়াত করতে হয়। এছাড়াও জরুরী কাজে জেলা শহরের সাথে যোগাযোগ করতে ট্রেন ও বাস ধরতে বালাবাড়ী হাট রেলস্টেশন কিংবা বাস স্ট্যান্ডে যেতেও এ রাস্তা দিয়ে যাতায়াত করে থাকে এ গ্রামগুলোর মানুষ। এছাড়াও বালাবাড়ীহাট এলাকায় অবস্থিত বিদ্যুৎ সাব স্টেশন, থানাহাট ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও বালাবাড়ীহাট বাজারে যাতায়াত করতে হয় অনেক মানুষকে এ রাস্তা দিয়ে।
স্থানীয় মুক্তিযোদ্ধা ওলি আহম্মেদ জানান, ব্রিজ নির্মাণ ও রাস্তা মেরামতের কাজ দ্রুত শুরু করা না হলে এখন চলছে টানা বৃষ্টি। আবার কয়েকদিনের মধ্যেই চলতি বর্ষা মৌসুমে বৃষ্টি ও বন্যার পানি ঢুকে পড়লে আরো সমস্যা বাড়বে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী সাদেকুল আলম বলেন, রাস্তাটির ভেঙে যাওয়া অংশ ও ঝুঁকিপূর্ণ ব্রিজের অংশে বন্যা পুণর্বাসন প্রকল্পের মাধ্যমে সংস্কারের জন্য উদ্যোগ নেয়া হয়েছে। প্রকল্পটি অনুমোদন হলে দ্রুত সংস্কার করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল