নীলফামারীতে ঢেরশ ক্ষেত থেকে আমিনুর রহমান নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী থেকে এই লাশ উদ্ধার করা হয়। একই এলাকার মৃত. আসান উদ্দিনের ছেলে আমিনুর।
পুলিশ জানায়, আমিনুর রহমান শুক্রবার রাতে ঘরে একাই শুয়ে ছিল। সকালে তাকে ঘরে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে।
একই এলাকার জামিল উদ্দীন ক্ষেতে কাজ করতে গিয়ে ঢেড়শ ক্ষেতে তাকে পড়ে থাকতে চিৎকার করে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে সেখান থেকে লাশ উদ্ধার করা হয়।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোমিনুল ইসলাম জানান, নিহতের গলায় রশি পেঁচানোর দাগ ছিল। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ