সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মৎস্যমন্ত্রী এবং জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস।
শনিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জসহ উত্তরবঙ্গের মানুষ অভিভাবকহীন হয়ে পড়ল। নাসিমের মৃত্যুতে দেশের এবং দেশের মানুষের অপূরণীয় ক্ষতি হয়েছে, যা কখনো পূরণ হবে না।
আব্দুল লতিফ বিশ্বাস বলেন, নাসিম ছিলেন সিরাজগঞ্জবাসী তথা উত্তরাঞ্চলের মানুষের প্রাণপ্রিয় নেতা। তিনি কঠোর হাতে সন্ত্রাস-জঙ্গীবাদসহ চরমপন্থী নাশ করেছেন। উত্তরাঞ্চলের উন্নয়নে প্রধান ভূমিকা রেখেছেন। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ সব সময় সুসংগঠিত রেখেছেন। উত্তরবঙ্গের একজন আদর্শিক আওয়ামী লীগ নেতা ছিলেন মোহাম্মদ নাসিম। এই নক্ষত্রের মৃত্যুর অভাব কখনো পূরণ হবে না।
তিনি বলেন, মোহাম্মদ নাসিম শেখ হাসিনার একজন বিশ্বস্ত সহযোদ্ধা ছিলেন। জেল-জুলুম নির্যাতন সহ্য করেছেন তবুও শেখ হাসিনার নীতি আদর্শের বিরোধীতা করেননি। বাবার মতো সবসময় শেখ হাসিনার প্রতি অবিচল আস্থা রেখেছেন। তিনি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন