ময়মনসিংহ বিভাগে আজ শনিবার আরও ৩০ জনের করোনা পজিটিভ হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ জেলায় ১০ জন, নেত্রকোনা জেলায় একজন, শেরপুর জেলায় ৯ জন এবং জামালপুর জেলায় ১০ জন।
সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, ময়মনসিংহ জেলায় আক্রান্ত ১০ জনের মধ্যে সদরে ৮ জন, গফরগাঁওয়ে একজন ও ঈশ্বরগঞ্জে একজন। নেত্রকোনা জেলার দূর্গাপুরে একজন। জামালপুর জেলার সদরে ৭ জন, বকসিগনঞ্জে ৩ জন। শেরপুর জেলায় সদরে ৪ জন ও নালিতাবাড়িতে ৫ জন।
এদিকে, করোনার উপসর্গ নিয়ে ময়মনসিংহের এসকে হাসপাতালে ফুলপুরের সাদিকুর রহমান নাম একজনের মৃত্যু হয়েছে গতকাল শুক্রবার (১২ জুন) রাতে । আজ শনিবার তার করোনা পজিটিভ হয়েছে।
এ নিয়ে ময়মনসিংহ বিভাগে করোনা আক্রান্তদের মধ্যে ১,৮১৩ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ৯০৭ জন, জামালপুর জেলায় ৪১৪ জন, নেত্রকোনা জেলায় ৩২৩ জন এবং শেরপুর জেলায় ১৬৯ জন। আজ শনিবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। এ নিয়ে চার জেলায় সুস্থ হলেন ৬৮০ জন।
ময়মনসিংহ বিভাগে সর্বমোট মারা গেছেন ২১ জন। এর মধ্যে ময়মনসিংহ জেলায় ১১ জন, জামালপুর জেলায় ৫ জন এবং নেত্রকোনা জেলায় ৩ জন ও শেরপুর জেলায় ২ জন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ