কুমিল্লার নাঙ্গলকোটে ইব্রাহিম খলিল (২৫) নামক এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ইব্রাহিম খলিল হামলার শিকার হয়ে ২০ দিন বিনা চিকিৎসায় থাকার পর শুক্রবার বিকেলে মারা যান। হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত তোফায়েল আহমেদ ও তার পিতা আবদুল মান্নানসহ তিনজনকে পুলিশ আটক করে। পরে দুইজনকে ছেড়ে দেয়া হয়।
অভিযুক্ত তোফায়েলকে শনিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কুমিল্লার নাঙ্গলকোটের মেরকট গ্রামে। নিহত ইব্রাহিম খলিল ওই গ্রামের দিনমুজুর অহিদুর রহমানের ছেলে। মারপিটের ঘটনার দিন নিহত ইব্রাহিম খলিল আদ্রা উত্তর ইউনিয়ন পরিষদ সদস্য জহিরুল ইসলামের কাছে প্রাণ ভিক্ষা ছেড়েও সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন নিহতের পরিবার ও স্থানীয়রা। ঘটনায় অপর অভিযুক্ত তোফায়েলের ভাতিজা মনির পলাতক রয়েছে। শনিবার নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার