মাগুরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫৪ জনের। এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ২০ জন।
মাগুরা সিভিল সার্জন ডা. প্রদিপ কুমার সাহা জানান, করোনায় আক্রান্ত দু’জনেরই বয়স ষাটোর্ধ্ব। তাদের দুই জনের বাড়ি শ্রীপুর উপজেলার মদনপুর ও বরইচারা গ্রামে। এরা আগে থেকেই বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। তাদেরকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল