লক্ষ্মীপুরে স্কুল ছাত্রী হিরা মনিকে ধর্ষণের পর হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে চোখে কালো কাপড় বেধে মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে 'নিরাপদ নোয়াখালী চাই' নামক সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম রাসেল, শাফায়েত সাকিবসহ অন্যরা। মানববন্ধন থেকে হিরা মনির হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসির দাবি জানানো হয়। এসময় ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা। তা নাহলে বৃহত্তর নোয়াখালীতে (ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর) কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।
এ দিকে লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান জানান. আমরা হিরা মনি ধর্ষন ও হত্যাকাণ্ডের ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছি। এ পর্যন্ত ৪ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিন হামছাদী ইউনিয়নের গৌপিনাথপুর গ্রামে ক্যান্সারে আক্রান্ত বাবার মেয়ে হিরা মনিকে নিজ ঘরে একা পেয়ে দিন দুপুরে ধর্ষণ শেষে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের মা ফাতেমা বেগম বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা আসামি করে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/হিমেল