ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও গ্রামে মোবাইল চুরির অভিযোগ তুলে সালিশ বৈঠকে দুই শিশুকে বর্বর নির্যাতন করার অভিযোগে ইউপি সদস্য জহিরুল ইসলাম ও তার সহযোগী জিয়াবুল ইসলামকে গ্রেফতার করেছে আইন-শৃংখলা বাহিনী।
রবিবার সকালে পীরগঞ্জ এলাকা থেকে সেনগাঁও ইউনিয়নের ওয়ার্ড সদস্য জহিরুল ইসলামকে গ্রেফতার করে র্যাব ১৩। এর আগের দিন (শনিবার বিকালে) ইউপি সদস্য জহিরুলের সহযোগী জিয়াবুল ইসলাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
শিশু নির্যাতনের ঘটনায় পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউপি সদস্যসহ ৭ জনের বিরুদ্ধে গত ৫ জুন মামলা দায়ের করে শিশু সুমনের মা শরিফা খাতুন।
বিডি প্রতিদিন/এ মজুমদার