সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও লকডাউন তুলে দিয়ে দোকানপাট খুলে দেয়া হলেও ঘর থেকে বের হলে স্বাস্থ্যবিধি মেনে এবং মুখে মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে। আর এই নির্দেশনা অমান্য করা হলে অর্থাৎ মাস্ক ছাড়া বাইরে বের হলে সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা ও ৬ মাসের জেলের শাস্তির বিধান রাখা হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধির যে কোন একটি না মানলে ৩ মাসের জেল অথবা ৫০ হাজার টাকা জরিমানারও বিধান রয়েছে। পাশাপাশি উভয় দন্ডে দন্ডিত হওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে। তবে সরকারের নির্দেশনা থাকার পরও আজ রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় অনেক মানুষ মুখে মাস্ক ও স্বাস্থ্যবিধি না মেনে বাইরে বের হয়েছে।
রাস্তাঘাট ও বাজারগুলোতেও দেখা গেছে অনেক মানুষ মুখে মাস্ক ব্যবহার না করেই চলাচল করছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জে দিন দিন করোনা আক্রান্ত রেগির সংখ্যা বাড়ছে। এতে করে এ অঞ্চলের মানুষকে ভাবিয়ে তুলেছে। এ পরিস্থিতিতে জনসাধারণকে মুখে মাস্ক পড়তে উদ্বুদ্ধ ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগসহ ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো প্রয়োজন হয়ে পড়েছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক জানান, যারা মাস্ক ব্যবহার না করে চলাফেরা করছে, তাদেরকে বিনামূল্যে মাস্ক পড়িয়ে দেয়া হবে এবং পরবর্তীতে আইন অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার