কুড়িগ্রামের উলিপুরে আম গাছের ডাল ভেঙ্গে পড়ে মাসুম মিয়া (১২) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার পান্ডুল ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছাত্র আপুয়ার খাতা নেছারিয়া দাখিল মাদরাসায় ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত ছিল।
এলাকাবাসীরা জানায়, মাসুম মিয়া ছোট বেলা থেকে উপজেলার পান্ডুল ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে তার নানা বাচ্চু মিয়ার বাড়িতে থেকে লেখাপড়া করত। রবিবার দুপুরবেলা সে নানাবাড়ির গাছের আম পাড়তে উঠলে গাছের ডাল ভেঙ্গে সে মাটিতে পড়ে যায়।পরে স্বজনরা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মাসুম ওমর মজিদ ইউনিয়নের বটতলি গ্রামের আল আমিনের ছেলে। উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার