কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ৮৪০ পিস ভারতীয় ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। ৩৫-বিজিবি জামালপুরের অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ জানান, রবিবার ভোররাতে উপজেলার বড়াইবাড়ী সীমান্তে বিজিবির ৫ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৬৮ নং হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব দুবলাবাড়ী এলাকায় অভিযান চালানো হয়।
এসময় ফয়জল হককে ৮৪০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। এছাড়া আটকের তথ্য অনুযায়ী রবিবার সকালে তার সাথে থাকা ফরিদ মিয়াকে দুবলাবাড়ী এলাকা থেকে আটক করা হয়।
আটককৃত ফয়জল হক (৩৫) রৌমারী উপজেলা যাদুর চরের পূর্ব দুবলাবাড়ী গ্রামের হযরত আলীর ছেলে এবং ফরিদ মিয়া (৪৮) বকবান্দা গ্রামের মৃত মজিদ আলীর ছেলে। আটককৃত মাদক কারবারিদেরকে ইয়াবাসহ রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি নিশ্চিত করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার