পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের নির্যাতিত দুই শিশুর পরিবারের পাশে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।
শনিবার নির্যাতিত দুই শিশুর বাড়িতে সশরীরে উপস্থিত হন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক।
এসময় জেলা প্রশাসক নির্যাতিত দুই শিশুর পরিবারের সদস্যদের সাথে কথা বলে ঘটনা সম্পর্কে জানেন ও তাদের সমবেদনা জানান।
এছাড়াও দোষীদের উপযুক্ত শাস্তি দেয়া হবে বলে তাদের পরিবারকে আশ্বস্ত করেন এবং এই দুর্যোগময় সময়ে তাদের ঘরে থাকার পরামর্শ দিয়ে দুই পরিবারকে খাদ্য সামগ্রী ও চিকিৎসার জন্য ৫ হাজার করে দুইটি পরিবারকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম।
বিডি প্রতিদিন/আরাফাত