বাগেরহাট শহরে করোনা পরিস্থতির মধ্যে ‘নো মাস্ক নো সেল’ প্রচারাভিযান শুরু হয়েছে। রবিবার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ শহরের শালতলা মোড়ে বিপনীবিতান ও ব্যবসা প্রতিষ্ঠানে স্টিকার লাগিয়ে এই প্রচারাভিযানের উদ্ধোধন করেন।
বাগেরহাট চেম্বার অবকমার্স ও ডেমোক্রেসি ইন্টার ন্যাশনাল এডভোকেসি টিম যৌথ ভাবে শহর থেকে গ্রাম পর্যায় এই সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে।
এই প্রচারাভিযানে সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট চেম্বার সভাপতি শেখ লিয়াকত হোসেন লিটন, জেলা আওয়ামী লীগ নেতা নকীব নজীবুল হক নজু, শেখ আক্তারুজ্জামান বাচ্চু, শরিফা খানম, আহাদ উদ্দিন হায়দার, লুনা সিদ্দিকি, বিএনপি নেতা মেহেবুবুল হক কিশোর প্রমূখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল