বগুড়ায় করোনা প্রাদুর্ভাব এলাকাগুলো চিহ্নিত করে পৌরসভার ৯টি এলাকা রেডজোন ঘোষণা করা হয়েছে।
রবিবার বিকাল ৫টা থেকে এলাকাভিত্তিক রেড জোনে লকডাউন শুরু হয়। বগুড়া সদর থানা পুলিশ কর্মকর্তারা সেসব এলাকায় গিয়ে জনসাধারণকে ঘরে থাকার কথা প্রচারণা চালিয়েছে।
বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ জানান, করোনার প্রাদুর্ভাব এলাকাগুলো চিহ্নিত করে জেলা সিভিল সার্জনের দেয়া তালিকা অনুযায়ী বগুড়া পৌরসভার ৯টি এলাকাকে রোড জোন হিসাবে চিহ্নিত হয়েছে। এলাকাগুলো হলো- বগুড়া পৌরসভার চেলোপাড়া, নাটাইপাড়া, নারুলী, জলেশ্বরীতলা, সুত্রাপুর, মালতিনগর, ঠনঠনিয়া, হাড়িপাড়া ও কলোনী এলাকা।
রবিবার বিকাল ৫টা থেকে রেড জোন এলাকায় সকল প্রকার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করে এক গণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
কোভিড-১৯ নিয়ন্ত্ণি করার লক্ষে করোনাভাইরাস প্রতিরোধ কমিটি রবিবার বিকাল ৫টা থেকে পরবর্তী নির্দেশনা না পওয়া পর্যন্ত রেড জোন এলাকায় সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। কোভিড-১৯ মোকাবিলায় বে সরকারি দায়িত্ব প্রাপ্ত গাড়ি চলাচলে জেলা প্রশাসনের অনুমতি গ্রহণ করতে হবে।
অ্যাম্বুলেন্স, রোগী পরিবহন, স্বাস্থ্য প্রদানকারী ব্যাক্তিবর্গের পরিবহন কোভিড-১৯ মোকাবিলা এবং জরুরি পরিষেবা প্রদানকারী কর্তৃপক্ষের গাড়ি, জরুরি সংবাদকর্মীর গাড়ির আওতার বাইরে থাকবে। সকল প্রকার দোকান মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠন বন্ধ থকাবে। ওষুধের দোকান, ইন্টারনেট সেবা ও মোবাইল ব্যাংকিং পরিষেবা এর আওতার বাইরে থাকবে। বগুড়া জেলায় আন্তঃউপজেলা যানবাহন ও জনসাধারনের চলাচল বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক পরতে হবে।
বিডি প্রতিদিন/আরাফাত