বরগুনার পাথরঘাটা পৌরসভার ৩নং ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে (৭৫) বছরের এক বৃদ্ধের মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। মারা যাওয়া সেই বৃদ্ধ তার স্ত্রী, জামাই, মেয়েকে নিয়ে একই বাড়িতে বসবাস করতেন।
ইতোপূর্বে তার স্ত্রী, মেয়ে ও জামাইর করোনা পজিটিভ শনাক্ত হলেও দু'বার তার রিপোর্ট নেগেটিভ আসে। আজ রবিবার বেলা ১২ টার দিকেও ঘুম থেকে না উঠলে আত্মীয় স্বজনরা ডাক চিৎকার শুরু করে। তাৎক্ষণিক ভাবে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবুল ফাত্তাকে পরিবারের পক্ষ থেকে জানানো হলেও করোনা নমুনা সংগ্রহের জন্য কাউকে পাঠানো হয়নি।
স্থানীয় সাংবাদিকরা বিষয়টি তাকে অবহিত করার পরও তিনি কোন পদক্ষেপ না নেয়ায় জেলা প্রশাসকের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে হাসপাতাল থেকে স্বাস্থ্যকর্মীরা এসে প্রায় ৩ ঘন্টা পরে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে।
স্থানীয়রা এবং সাংবাদিকরা অভিযোগ করেন, করোনা সংক্রামন শুরু থেকেই দায়িত্ব পালনে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা দায়িত্ব পালনে অবহেলা করে যাচ্ছেন। হাসপাতাল ও বাসায় ব্যক্তিগত রোগী দেখতে তিনি সময় ব্যয় করেন। কোথাও বের হয়না এবং মোবাইল বেশিরভাগ সময়ই রিসিভ করেন না।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ