শরীয়তপুর জেলার ডামুড্যায় ভবন ভাঙার সময় টিন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত ওই শ্রমিকের নাম বাবুল সরদার (৫০) তিনি গাইবান্ধা জেলার বাসিন্দা। তার জন্ম হিন্দু ঘরে হলেও পরে সে ধর্মান্তর হয়েছে বলে জানা যায়। তার পিতা মৃত সোন রাম চন্দের।
ডামুড্যা থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ রবিবার সকাল সাড়ে ১০ টা নাগাদ পুরাতন ভবন সিনেমাহল ভাঙার জন্য মাদারীপুরের ঠিকাদার কাজটি শ্রমিক দিয়ে করাচ্ছিলেন। সেফটি ভেল্ট না পড়েই বাবুল কাজ শুরু করে দেন। অসাবধানতাবশত পুরান ভাঙা টিনে তার পা পড়ে যায়। টিন ভেঙে নিচে পরে যায়। তাকে উদ্ধার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য রত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
ডামুড্যা থানা অফিসার্স ইনর্চাজ মেহেদী হাসান বলেন, এই ব্যপারে জিডি হয়েছে। লাশ ময়নাতদন্ত করার জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ