নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নানা বাড়ি বেড়াতে এসে ডোবার পানিতে পড়ে সুমাইয়া নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সুমাইয়া জেলার পার্শ্ববর্তী আটপাড়া উপজেলার বালিকান্দি গ্রামের কামাল মিয়ার মেয়ে।
সে কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের পুরাবাড়ী গ্রামে নানা শান্তু মিয়ার বাড়িতে মায়ের সাথে বেড়াতে আসে।
রবিবার সকালে খেলা করার সময় পাশের ডোবার পানিতে পড়ে যায়। শিশুটিকে উদ্ধার করে কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, শোভা আক্তার নামে ছয় বছরের আরেক শিশুকন্যা একই উপজেলায় বাড়ির পাশে বালেশ্বরী নদীতে গোসল করতে নেমে শনিবার সন্ধ্যায় মারা যায়। শিশুটি মোজাফরপুর ইউনিয়নের গগডা গ্রামের সামছু মিয়ার মেয়ে। পরিবারের লোকেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিসৎক।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি মো. রাশেদুজ্জামান শিশুদের মৃত্যুর বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/আরাফাত