নেত্রকোনায় ট্রাকের সাথে মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল আকাশ হাসান রনি (২১) নামের এক কলেজ ছাত্রের।
বৃহস্পতিবার রাত নয়টার দিকে সদর উপজেলার বড়ওয়ারি ব্রিজের সন্নিকটে কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের হাতকুন্ডলি গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।
রনি জাহাঙ্গীরপুর গ্রামের ফুল মিয়ার ছেলে। সে নেত্রকোনা আবু আব্বাস কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
পুলিশ জানায়, রনি রাতে মোটরসাইকেলযোগে বাড়ি যাবার সময় বড়ওয়ারি ব্রিজের সন্নিকটে হাতকুন্ডলি বন্দ পাটলি গ্রামে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল আরোহী রনি। এসময় আশপাশ এলাকার মানুষ ছুটে আসলে ট্রাকটি পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ