সুনামগঞ্জের ছাতক উপজেলায় একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে রুহেল আহমদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পালেরচক গ্রামের হরমুজ আলীর ছেলে। গত বুধবার বিকেলে ছাতক পৌরসভার বাঘবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ওই ভবনে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন তিনি। সংসারের একমাত্র উপার্জনকারী রুহেলকে হারিয়ে শোক আর হতাশা বিরাজ
করছে তার পরিবারে।
জানা গেছে, কয়েকদিন আগে ছাতকের বাঘবাড়ি এলাকায় একটি নির্মাণাধীন ভবনে শ্রমিক হিসেবে যোগ দেন রুহেল আহমদ। বুধবারও যথারীতি কাজ করছিলেন তিনি। বিকেলের দিকে ভবনের দুতলার একটি রডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচের সড়কে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালিন অবস্থায়ই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
বিডি প্রতিদিন/আল আমীন