সিরাজগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় চার হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২।
শুক্রবার সকালে নাটোরের লালপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম নাটোরের লালপুরের পুরাতন ঈশ্বরদী এয়ারপোর্ট এলাকার মৃত খলিল মন্ডলের ছেলে।
র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্প কমান্ডার মো. শফিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার ফরিদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী রবিউলকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৩ হাজার ৯০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন