নীলফামারীতে নতুন করে আরো নয়জনের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের নিকট হতে ১১, ১২, ১৫ ও ১৮ জুনের প্রেরিত ২৮টি নমুনার রির্পোটে এ তথ্য পাওয়া গেছে।
৯ জন নতুন করোনা আক্রান্তদের মধ্যে নীলফামারী পৌরসভার কলেজপাড়ায় একই পরিবারের দুইজন (মা-ছেলে), পঞ্চপুকুর ইউনিয়নের চেংমারী এক যুবক, জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী এলাকায় দুইজন,ডাঙ্গাপাড়ায় এক যুবক, ডোমার উপজেলার ছোটরাউতা কাজিপাড়ার একই পরিবারের দুইজন(বাবা-ছেলে) ও ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের বন্দরখড়িবাড়ি এলাকার এক যুবক।
বিডি প্রতিদিন/হিমেল