গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ৬৫ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান জানান, জ্বর, ঠান্ডা ও কাশিসহ অন্যান্য করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবাব বিকেল সাড়ে ৫টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে আইসলোশনে চিকিৎসা চলাকালীন সময়ে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. রফিকুল ইসলাম জানান, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া হাফিজ উদ্দিনের বাড়ি কাপাসিয়া উপজেলার দেওনা গ্রামে। তার নমুনা তাকে গাজীপুরে আনার আগেই কাপাসিয়ায় নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন, কিন্তু রিপোর্ট পাওয়া যায় নি।
বিডি প্রতিদিন/আল আমীন