খুলনায় ডা. আব্দুর রকিব হত্যাকান্ডে জড়িতদের দ্রুত বিচার ট্রাইবুনালে সর্বোচ্চ শান্তি কার্যকরের দাবিতে নরসিংদীতে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টায় নরসিংদী জেলা সিভিল সার্জন কার্যালয় অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন হয়। এতে ডা. আব্দুর রকিব হত্যাকান্ডে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
জেলা বিএমএ সভাপতি ডা. মোজাম্মেল হক কমলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন, বিএমএ সাধারণ সম্পাদক সাজেদুল হক অপু, সদর হাসপাতালের আরএমও ডা. আমিরুল হক শামীম প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু কাউছার সুমন, সিনিয়র গাইনি কনসালন্টেন্ট ডা. অসিম কুমার সাহা, ডা. গোলাম দাস্তগীর, ডা. উৎপল কুমার সাহা, নরসিংদী প্রেসক্লাব সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টিসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।
বিডি প্রতিদিন/হিমেল