করোনাকালীন দুঃসময়েও নেত্রকোনায় থেমে নেই চুরি, ডাকাতিসহ প্রতারক চক্রের হাতে পরে মানুষের নিঃস্ব হওয়ার গল্প। নতুন নতুন কৌশল অবলম্বন করে মানুষের সাথে প্রতারণা করে আসা এমনই একটি চক্রকে আটক করেছে নেত্রকোনার ডিবি পুলিশ।
ডিবি পুলিশের পরিচয় দিয়েই প্রতারণাকালে ডিবি পুলিশের হাতে আটক হয়েছেন মোবারক ও আরাফাত রব্বানী নামের দুই প্রতারক।
নেত্রকোনার গোয়েন্দা (ডিবি) পুলিশ জেলা শহরের সাতপাই নদীর পাড় এলাকা থেকে মোবারক হোসেন ও আরাফাত রব্বানী নামক দুই প্রতারককে ১৭ জুন রাতে আটক করে। ডিবি’র এসআই ইশতিয়াক আহাম্মেদ বাদী হয়ে গতকাল ১৮ জুন তাদের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।
আটককৃত মোবারক হোসেনের বাড়ী নেত্রকোনা জেলার পূর্বধলায় আর আরাফাত রব্বানীর বাড়ী ময়মনসিংহ জেলার হালুয়াঘাটে।
নেত্রকোনা ডিবি পুলিশের ওসি শাহ্নূর এ আলম জানান, করোনা মহামারিতে লকডাউন সময়ে নেত্রকোনা সদর থানাসহ জেলার বিভিন্ন উপজেলায় সন্ধ্যার পর বের হয় এই প্রতারক চক্র।
তারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে গ্রামাঞ্চলের বিভিন্ন দোকান-পাট ও পথচারীর কাছ থেকে জোরপূর্বক নগদ টাকা পয়সা ও মোবাইল সেট নিয়ে যেতো।
গোপন সংবাদের ভিত্তিতে ১৭ই জুন রাতে ডিবি পুলিশের ওসি (তদন্ত) নাজমুল হাসানের নেতৃত্বে একটি টিম জেলা শহরের সাতপাই নদীর পাড় এলাকায় অভিযান চালিয়ে দুই প্রতারক মোবারক ও আরাফাতকে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, পুলিশের হ্যান্ডকাপ, রিফ্লেক্টিং ভেল্ট, মোবাইল সেটসহ পুলিশের গুরুত্বপূর্ণ উপকরণ উদ্ধার করে।
এ ব্যপারে নেত্রকোনা পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী জানান, আপনারা আতঙ্কিত হবেন না। সঙ্কটময় মুহূর্তে সকল মানুষকে সচেতন থাকতে হবে। যে কোন বিষয়ে সন্দেহ হলেই পুলিশের হটলাইন অথবা সরাসরি কন্ট্রোল রুম, বা স্ব স্ব থানায় ফোন করে জানান।
বিডি প্রতিদিন/হিমেল