চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশনে এবং পিমিয়ার হাসপাতাল প্রাইভেটে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার দুপুরে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।
চাঁদপুর শহরের ট্রাকঘাট ম্যাচ ফ্যাক্টরী সংলগ্ন সাইফুল ইসলাম (৬৫) দুপুরে প্রিমিয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। সকালে জ¦র, সর্দি নিয়ে তাকে হাসপাতালে ভর্তি হয়। তিনি রহমতপুর আবাসিক এলাকা জামে মসজিদ কমিটির সেক্রেটারি ছিলেন। স্থানীয় পৌর কাউন্সিলর ডি এম শাহজাহান জানান, স্বাস্থ্য বিধি মেনে তার দাফন করা হবে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশনে উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন (৭০) নামে একজনের মৃত্যু হয়েছে। ফরিদগঞ্জ খাজুরিয়া এলাকার ওই বৃদ্ধকে দুপুরে সদর হাসপাতালে ভর্তি হয়েছিল।
বিডি প্রতিদিন/আল আমীন