দিনাজপুরে নবাবগঞ্জে ফজলুর রহমান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যুর চারদিন পর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ ঘটনায় তার বাড়িসহ ৫টি বাড়ি লকডাউন করা হয়েছে। ওইসব বাড়ির সকলের নমুনা সংগ্রহ করা হয়েছে।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহাজান আলী এর সত্যতা নিশ্চিত করে জানান, নবাবগঞ্জের গোলাপগঞ্জ ইউপির হরিল্লাখুর গ্রামের আবু তাহের সর্দারের জামাই ফজলুর রহমান (৪০) ১১ জুন সর্দি-জ্বরসহ শ্বাসকষ্ট হলে তার পরিবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। পরে চিকিৎসা নিয়ে বাড়িতে আনার পর ১২ জুন ওই ব্যাক্তি মারা যান।
মৃত ফজলুর রহমানের নমুনা নেয় স্বাস্থ্য বিভাগ। নমুনা নেয়ার চারদিন পর গত ১৭ জুন রাতে রিপোর্ট তার করোনা পজিটিভ পাওয়া যায়। এরপর ওই এলাকায় মৃতের বাড়িসহ আশেপাশের ৫টি বাড়ি লকডাউন করা হয় এবং ওইসব বাড়ির ১৬ জনের করোনা পরীক্ষার জন্য স্বাস্থ কমপ্লেক্স এর চিকিৎসক টিম নমুনা সংগ্রহ করেছে।
বিডি প্রতিদিন/আল আমীন