বাগেরহাট জেলায় নতুন করে আরো ২ জনের করোনা শনাক্তের মধ্যদিয়ে আক্রান্তের সংখ্যা সেঞ্চুরী পূর্ণ করেছে। নতুন আক্রান্তদের মধ্যে ফকিরহাট উপজেলায়ই ২ জন। এ নিয়ে জেলায় ১০২ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে ২৪ জন সুস্থ ও ২ জনের মৃত্যু হয়েছে। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, নতুন আক্রান্ত ২ জনের সবাইকে হোম আইসোলেশন নিশ্চিত করছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যাক্তিদের নমুনা সংগ্রহ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/আল আমীন