কুড়িগ্রামের নাগেশ্বরীতে টাকার পরিবর্তে কাগজের পোটলা দিয়ে হতদরিদ্র এক গৃহবধূর সাথে প্রতারণা করার সময় এক প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) রাতে গৃহবধূ মমতা বেগম বাদী হয়ে দুইজনকে আসামি করে নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেন।
এসময় লিটন মিয়া (৪৫) নামে এক প্রতারককে আটক করে পুলিশে দেন এলাকাবাসী। অন্য প্রতারক পালিয়ে যায়। লিটন মিয়া পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপটিবাড়ী নাগেরটারী গ্রামের বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার গ্রামীণ ব্যাংক সন্তোষপুর শাখা থেকে ঋণের ২৬ হাজার ৮০০ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন ফুলবাড়ী উপজেলার কাশীপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের গৃহবধূ মমতা বেগম (৩০)। বাড়ি ফেরার পথে ব্যাংকের পাশ থেকে ওই গৃহবধূকে ডেকে নেয় লালমনিরহাট জেলার দুই বাসিন্দা লিটন মিয়া (৪৫) ও তার সহযোগী ছকিমুদ্দিন (৪০)।
প্রতারক দু'জন ব্যাংক থেকে তোলা টাকা কম আছে বলে গৃহবধূকে গুনে দেয়ার কথা জানায়। তাদের জামা কাপড় দেখে তিনি দু'জনকে গ্রামীণ ব্যাংক কর্মকর্তা ভেবে সরল মনে টাকাগুলো গুনতে দেন। পরে তারা একটি সাদা কাগজে মোড়ানো পোটলা তাকে ধরিয়ে দিয়ে বলেন টাকা ঠিক আছে। এসময় গৃহবধূ কাগজের পোটলা খুলে দেখেন সাদা কাগজ। এরপর ওই গৃহবধূ চিৎকার করতে থাকলে প্রতারকরা মোটরসাইকেলে দ্রুত পালাতে চেষ্টা করে।
কিন্তু এলাকাবাসীরা লিটনকে ধরতে পারলেও অপর প্রতারক পালিয়ে যায়।পরে পুলিশ খবর পেয়ে লিটনকে আটক করে থানায় নিয়ে যায়। নাগেশ্বরী থানার ওসি রওশন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ