ময়মনসিংহে গত ৩৩ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচজন এবং স্বর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আরও দুইজনসহ সাতজন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় ১৭ জনের মৃত্যু হলো। এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১২০৪ জন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আজ শুক্রবার সন্ধ্যা সাতটা পর্যন্ত বিভিন্ন সময়ে এই সাতজনের মৃত্যু হয়।
ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম জানান, গফরগাঁও উপজেলার মুখি মমজান উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মাকসুদা জাহান মুর্শিদীকে (৪৫) এস কে হাসপাতাল থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
নান্দাইলের পাঁচরুখি গ্রামের মোরসালিন (২০) গতকাল সন্ধ্যায় নগরীর এস কে হাসপাতালে ভর্তি হওয়ার পর শুক্রবার ভোরে মারা যান। নগরীর সেহড়া এলাকার মরিয়ম বেগম (৬৫) নামে এক বৃদ্ধা গত শনিবার করোনায় আক্রান্ত হয়ে এস কে হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় মারা গেছেন। আর আজ শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় ত্রিশাল উপজেলার নাজমা (২০) ও সন্ধ্যা সাতটায় আবুল কাশেম (৬৫) নামের আরও একজন মারা যান। আবুল কাশেম হোম আইসোলেশনে ছিলেন বলে জানান সিভিল সার্জন।
অপরদিকে স্বর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে নগরীর কালিবাড়ি এলাকার বৃদ্ধ জালাল উদ্দিন (৭৫) এস কে হাসপাতালে ভর্তির পর এবং গতকাল বৃহস্পতিবার রাতে ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামের ইব্রাহিম খলিলকে কুর্মিটোলায় নেয়া পথে মারা যান। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ