সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করা, মাস্ক পরিধান না করে বাইরে ঘোরাফেরা করাসহ সরকারি আদেশ অমান্য করায় ১৭ জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শরীয়তপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহবুবুর রহমান শেখ।
কোভিড-১৯ প্রতিরোধে পালং বাজার, মনোহর বাজার, চিতলিয়া ইউনিয়নের বিভিন্ন স্থান ও চৌরঙ্গীসহ পৌরসভার বিভিন্ন স্থানে গতকাল দুপুর ১ টা হতে দুপুর আড়াইটা পর্যন্ত এবং বিকাল ৪ টা হতে সন্ধ্যা ৬ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালীন সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করা, মাস্ক পরিধান না করে বাইরে ঘোরাফেরা করাসহ সরকারি আদেশ অমান্য করার দায়ে ১৭ জনকে মোট ৪২০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। অনেককে এ সময় সতর্ক করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেয়া হয়। এছাড়াও দোকান, শপিংমল বিকাল ৪ টার মধ্যে বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয়। পারস্পরিক দূরত্ব অনন্ত ৩ ফুট বজায় রাখতে সচেতনতা বৃদ্ধি করা হয়।
এ সময় পালং মডেল থানা পুলিশ সহযোগিতা করে। প্রত্যেক দিন এ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন