ঢাকার ধামরাইয়ে করোনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন বাজারঘাটসহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে মাস্ক বিতরণ করছেন।
জানা গেছে, ধামরাইয়ে ব্যাপক হারে করোনা রোগী ও মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যাতে করোনা থেকে ধামরাইবাসী রক্ষা পান সে জন্য জনসচেতনতা বৃদ্ধির লক্ষে গত কয়েকদিন ধরেই উপজেলা চেয়ারম্যান দলীয় নেতাকর্মীদের নিয়ে ধামরাই পৌর এলাকাসহ উপজেলা বিভিন্ন ইউনিয়নে মাস্ক বিতরণ করছেন। এতে অনেকটা করোনা প্রতিরোধ হবে বলে জানিয়েছেন তিনি।
উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন জানান, করোনাভাইরাস থেকে রক্ষা পেতে ব্যাপক জনসচেতনতার প্রয়োজন। একটু সচেতন থাকলে আমরা এ মরণব্যাধি থেকে রক্ষা পেতে পারি। সে সচেতনতার জন্যই আমি বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে মাস্ক বিতরণ করছি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ