৪ জুলাই, ২০২০ ১৩:৩৬

সুন্দরবন থেকে ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি :

সুন্দরবন থেকে ১৫ কেজি হরিণের মাংস উদ্ধার

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্র টহল ফাঁড়ি ও চিলা মোবইল টহল ফাঁড়ির যৌথ দল শনিবার সকালে পশুর নদীর চিলা এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি হরিণের মাংস, ৪টি হরিণের পা ও একটি মাথা উদ্ধার করেছে। 

এসময়ে বনরক্ষক্ষীরা একটি নৌকা ও দুটি ধারালো আস্ত্র উদ্ধার করেছে। তবে পালিয়ে গেছে ৩ চোরাশিকারী। 

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্র টহল ফাঁড়ি ও চিলা মোবইল টহল ফাঁড়ির যৌথ দল শনিবার সকালে পশুর নদীর চিলা এলাকায় একটি নৌকা দেখতে পেয়ে বনরক্ষীরা দ্রুত সেখানে পৌছায়। এসময়ে চোরাশিকারীরা নৌকা ফেলে লোকালয়ে পালিয়ে যায়। নৌকায় তল্লাশি চালিয়ে ১৫ কেজি হরিণের মাংস, ৪টি হরিণের পা, একটি মাথা ও দুটি ধারালো আস্ত্র উদ্ধার করা হয়। আটক করা হয় চোরাশিকারীদের ব্যবহৃত নৌকা। এ ঘটনায় মিলন শেখ, শাহ আলম ও উত্তম বিশ্বাস নামে  বাগেরহাটের মোংলা উপজেলার চিলা এলাকার পালিয়ে যাওয়া তিন চোরাশিকারীর নামে মামলা করেছে সুন্দরবন বিভাগ।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর