নওগাঁয় দুস্থদের মাঝে ১০০টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রষ্ট্রির সভাপতি ও ইথেন এন্টারপ্রাইজের স্বাত্তাধিকারী ইকবাল শাহরিয়ার রাসেলের নিজ উদ্যোগে এসব মেশিন বিতরণ করা হয়।
রবিবার দুপুরে চেম্বার অব কমার্স ভবন মিলনায়তনে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি ও ইথেন এন্টারপ্রাইজের স্বাত্তাধিকারী ইকবাল শাহিরিয়ার রাসেল, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু, পরিচালক এমএ খালেক, মীর জাহিদুল ইসলাম জুয়েলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল