কর্তব্যরত এক এএসআইকে থাপ্পড় দেওয়ার অভিযোগে বরগুনার বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস তালুকদারকে আজ প্রত্যাহার করা হয়েছে।
বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন বিকাল সোয়া ৩ টায় বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি ইলিয়াস তালুকদারকে প্রত্যাহার করে পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
এর আগে রবিবার এএসআই নজরুল ইসলামকে বামনা থেকে পদায়ন দিয়ে বরগুনায় ডিএসবিতে নিয়োগ দেয়া হয়।
শনিবার মেজর (অবঃ) সিনহার সঙ্গী সিফাতের মুক্তির দাবিতে বামনা শহরের গোলচত্তরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় স্থানীয় নাগরিকদের ব্যানারে। মানববন্ধন কর্মসূচিতে দায়িত্ব পালনকালীন সময় ওসি উপস্থিত হয়ে লাঠিচার্জ করে মানববন্ধন পণ্ড করে দেন। এ সময় মানববন্ধন সমাবেশ স্থানে দায়িত্বপালনরত এএসআইকে কেন মানববন্ধন করার সুযোগ দেওয়া হয়েছে বলে থাপ্পড় দেন। ওসির থাপ্পড়ের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়। উঠে আসে গণমাধ্যমে। এই ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলামকে প্রধান এবং সহকারী পুলিশ সুপার আমতলী সার্কেল মোঃ রবিউল হাসান এবং ওসি (অপরাধ) বরগুনা মো. সোহেল আহম্মেদকে সদস্য করে তদন্ত টিম গঠন করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        