চাঁদপুরে ‘মুজিববর্ষের অঙ্গিকার-মাদক করবো পরিহার’ শ্লোগানকে সামনে রেখে জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হয়েছে। শুক্রবার বিকালে চাঁদপুর সার্কিট হাউজ প্রাঙ্গণসহ নানা স্থানে এই বৃক্ষরোপণ করা হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামাল হোসেন বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি বলেন, জাতির জনক শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে জাতীয় শোক দিবস পালনে আমরা ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করছি।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলা প্রশাসন সর্বদা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাশে রয়েছে। আমরা সবাই মিলেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করবো।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম জানান, আমরা মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সুজলা-সুফলা শস্য-শ্যামল পরিবেশ গড়ার অঙ্গিকার নিয়ে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ করছি। দৃঢ় প্রত্যয় নিয়ে বলতে চাই, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে এবং থাকবে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ আবু জাফর