বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় নীলফামারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করা হয়েছে। সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী বেসরকারী স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে সকাল নয়টায় শহরের বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতার ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সদর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগ, নীলফামারী পৌরসভাসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, সংগঠনের উদ্যোগে।
শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন এবং মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে শোক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। এতে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বঙ্গবন্ধু চত্বরে নীলফামারী পৌরসভার উদ্যোগে জাতির পিতার জীবনী পরিদর্শণ করেন অতিথিরা।
বিডি প্রতিদিন/হিমেল