নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ বোর্নোতে পৃথক দুই সেনা অভিযানে কমপক্ষে ২৮ জন সন্ত্রাসী নিহত হয়েছেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, দেশটির সেনাবাহিনীর মুখপাত্র এয়ার কমোডর এহিমেন এজোদামে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বোর্নোর সাম্বিসা জেলায় সন্ত্রাসীদের গোপন আস্তানগুলোকে লক্ষ্য করে গতকাল বুধবার অভিযান পরিচালনা করে নাইজেরিয়ার বিমান বাহিনী। সেই অভিযানে ১৫ জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছেন, পাশাপাশি ধ্বংস করা হয়েছে সন্ত্রাসীদের প্রধান ও গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা।
এয়ার কমোডর এজোদামে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নাম উল্লেখ করেননি, তবে সাম্বিসা জেলাটি দীর্ঘদিন ধরে নাইজেরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী বোকো হারাম এবং এর শাখা গোষ্ঠী ইসওয়াপের গুরুত্বপূর্ণ ঘাঁটি এলাকা।
এদিকে নাইজেরিয়ার সেনবাহিনীর জনসংযোগ দপ্তর পৃথক এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার বোর্নো’র গুবিও জেলায় গুবিও-দামাসক সড়কে একটি ত্রাণবাহী গাড়ি লুট করার পরিকল্পনা করেছিল বোকো হারামের সন্ত্রাসীরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা কর্মকর্তা ও সদস্যরা আগেই ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখানে সন্ত্রাসীদের সঙ্গে সেনাদের বন্দুকযুদ্ধ হয় এবং সেই যুদ্ধে ১৩ জন নিহত হয়েছেন।
বিডি প্রতিদিন/নাজিম