১৫ আগস্ট, ২০২০ ১৭:৪৭

শেরপুরে জাতীয় শোক দিবস পালিত

শেরপুর প্রতিনিধি

শেরপুরে জাতীয় শোক দিবস পালিত

শেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ আগস্ট শনিবার সকালে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে জেলা প্রশাসনের আয়োজনে জেলা কালেক্টরেট ভবন চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। পরে জেলা প্রশাসক আনার কলি মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরুসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের পর্যায়ক্রমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া জেলার অন্যান্য উপজেলাতেও যথাযথ মর্যদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে বলে জানা গেছে।

এর আগে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করার মাধ্যমে জাতীয় শোক দিবসের সূচনা করা হয়। এছাড়া শোক দিবস উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর