ঢাকার ধামরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার উপজেলা পরিষদ চত্বরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সাবেক সংসদ সদস্য এ মালেক, বিএসটিআইয়ের সাবেক মহাপরিচালক দেওয়ান আফসার উদ্দিন জিন্নাহ, ঢাকা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবু সাইদ, জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম, ধামরাই পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক সানাউল হক সুজনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/আল আমীন