বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের ঘোড়াধাপ হাট কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বগুড়া সদর উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ সহিদুল ইসলাম দুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নুনগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম উদ্দিন, নুনগোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. জাহেদুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব বদরুল আলম, সদর উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল মজিদ, আওয়ামী লীগ নেতা সহিদুল ইসলাম, সাখাওয়াত হোসেন মন্ডল, বানু, সেকেন্দার, রফিকুল, স্বপন, কামাল, আক্কাস হাজী, জাহিদ, রফিকুল, জুয়েল, যুবলীগ নেতা আবু হান্নান, আমিনুর, সালেক, সুলতান, শাহ আলম, ইকবাল, হামিদুল, শামীম, আমিনুর ইসলাম, আউয়াল, বেলাল মেম্বার, ভোলা। ছাত্রলীগ নেতা পারভেজ হোসেন, মিথুন, জহির, মাহফুজার প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত