রাজশাহীর চারঘাট উপজেলায় বিলে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের পর উপজেলার রাওথা গ্রামে এ ঘটনা ঘটেছে।
মৃত দুই শিশু হলো, রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার মাহাবুর রহমানের ছেলে মাহিম (৭) ও রাওথা এলাকার শফিকুল ইসলামের ছেলে রাহুল (৫)। মাহিম রাওথা গ্রামে তার নানা শহিদুল ইসলামের বাড়ি বেড়াতে গিয়েছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের পর এ দুই শিশু গ্রামের বিলে শাপলা ফুল তুলতে যায়। এ সময় তারা পানিতে ডুবে যায়। কিন্তু কেউ বিষয়টি টের পাননি। এতে শিশু দুইটি নিখোঁজ হয়।
পরে বিকালে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে বিলের পানিতে দুই শিশুকে ভাসতে দেখা যায়। এ সময় পরিবারের সদস্যরা দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তখন কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুণ্ডু বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দু’টি দাফনের অনুমতি দেওয়া হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন