অভিনব কায়দায় চিরকুটে মোবাইল নম্বর লিখে রেখে নাটোরের সিংড়ায় বৈদ্যুতিক মিটার চুরি করছে দুর্বৃত্তরা। রবিবার রাতে উপজেলায় জামতলী এলাকার পাশাপাশি তিনটি ‘স’ মিলের শিল্প মিটার চুরি হয়েছে। গত বছরের ন্যায় চুরি সংঘঠিত হওয়ার ঘটনায় উপজেলার বৈদ্যুতিক শিল্প গ্রাহকদের মাঝে নতুন করে দেখা দিয়েছে আতঙ্ক।
এলাকাবাসী ও বৈদ্যুতিক গ্রাহক সূত্রে জানা যায়, গত বছরের ন্যায় রবিবার রাতে উপজেলার জামতলী বাজার এলাকার তিনটি ‘স’ মিলের বৈদ্যুতিক মিটার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। নিচে সিগারেট প্যাকেট এর কাগজের চিরকুটে একটি মোবাইল নম্বর লিখে রেখে যায়। সকালে মিটার চুরি যাওয়া স্থান থেকে প্রাপ্ত মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে প্রতিটি মিটার ছয় হাজার টাকা বিকাশ করলে চুরির মিটার ফেরত দেয়া হবে বলে জানায় দুর্বৃত্তরা।
নাটোর পল্লী সমিতি-১ সিংড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রেজাউল করিম বলেন, মিটার চুরির বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। গত বছরেও এভাবে ১০টি মিটার চুরি হয়েছিল। চোরও আটক হয়েছিল। আবার নতুন করে একই ঘটনা। এটা খুবই দুঃখ জনক।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন