৫ সেপ্টেম্বর, ২০২০ ১৯:৫২

কুষ্টিয়ায় জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন অনুষ্ঠিত

কুষ্টিয়ায় উৎসবমুখর পরিবেশে জেলা ক্রীড়া সংস্থার ২০২০-২০২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভোট দিয়েছেন ক্রীড়া সংস্থার সদস্য জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, বর্তমান জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাসার সুমন। 

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ নির্বাচনে ভোট গ্রহণ করা হয় জেলা স্টেডিয়ামে ক্রীড়া সংস্থার কার্যালয়ে। 
নির্বাচনে কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের পদ রয়েছে ৩১টি। পদাধিকার বলে কুষ্টিয়ার জেলা প্রশাসক সভাপতি, কুষ্টিয়ার পুলিশ সুপার ও কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সহসভাপতি এবং জেলা ক্রীড়া অফিসার সদস্য হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। এ কারণে ২৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ বছর ২৭টি পদের বিপরীতে দু’টি প্যানেলে বিভক্ত হয়ে ৩৬ জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করছেন। অ্যাড. অনুপ কুমার নন্দীর নেতৃত্বাধীন প্যানেল ২৭টি পদেই প্রার্থী দিয়েছে। অপরদিকে আমজাদ আলী খাঁনের নেতৃত্বাধীন প্যানেল মাত্র ৯টি পদে প্রতিদ্ব›দ্বীতা করছে। 

রিটার্নিং কর্মকর্তা হিসেবে নির্বাচন পরিচালনা করছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম। ভোটাররা সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর