২২ সেপ্টেম্বর, ২০২০ ২১:৩৫

নেত্রকোনায় রামদা বানানোর সময় হাতেনাতে যুবক আটক

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় রামদা বানানোর সময় হাতেনাতে যুবক আটক

নেত্রকোনার মোহনগঞ্জে একটি ওয়ার্কশপে রামদা বানানোর সময় মো. উমর ফারুক (২৬) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে ওই যুবককে মোহনগঞ্জের পৌরসভার মাইলোরা হাজিবাড়ি এলাকা থেকে আটক করলেও মঙ্গলবার বিকেলে অস্ত্র আইনে মামলা দিয়ে সন্ধ্যায় তাকে আদালতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ওসি মো. আব্দুল আহাদ খান জানান, বিষয়টি রাজনৈতিক নেতাদের সাথে কথা বলে বাদীর এজাহার দাখিলে বিলম্ব হয়েছে। মঙ্গলবার যুবকের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোহনগঞ্জ থানার এসআই আবু রায়হানের নেতৃত্বে অভিযান চালিয়ে সোমবার রাতে পৌরশহরের মাইলোরার হাজি বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক উমর ফারুক ওই এলাকার মো. মোস্তফার ছেলে।

আটকের সময় উমর ফারুক নিজ ওয়ার্কশপে কাজ করছিলো। তবে, তিনি কী উদ্দেশ্য এগুলো বানাচ্ছিলেন তা জানা যায়নি।

এসআই আবু রায়হান জানান, পৌরশহরের মাইলোরার হাজি বাড়ি এলাকার একটি ওয়ার্কশপে রামদা তৈরি হচ্ছে। এমন খবরে দ্রুত গিয়ে উমর ফারুককে রামদা বানানো অবস্থায় পাওয়া যায়।

এ সময় তার কাছ থেকে ২টি অর্ধ বানানো রামদা, রামদা বানানোর মতো একই মাপে কাটা ২২টি লোহার পাত উদ্ধার করা হয়। এ ঘটনার তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর