পৌর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও বীরগঞ্জ পৌরসভার নির্বাচনে কে কে প্রার্থী হচ্ছেন এই নিয়ে চলছে নেতাদের দৌড়ঝাপ। অলিখিত ভাবেই শুরু হয়ে গেছে বিভিন্ন প্রচার-প্রচারণা। অন্য দলের চেয়ে আওয়ামী লীগের প্রচারণা এগিয়ে।
পৌর শহরের বিভিন্ন স্থানে বিলবোর্ডও টানানো হয়েছে। এছাড়াও পৌরসভার ৯টি ওয়ার্ডের পাড়া-মহল্লায়, চায়ের দোকানে, ভোটারদের থেকে দোয়া ও সমর্থন চাচ্ছেন প্রার্থীরা। তফসিল ঘোষণার আগেই বিভিন্ন কৌশলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা।
বীরগঞ্জ পৌর নির্বাচনে নৌকার মাঝি হতে আওয়ামী লীগের সম্ভাব্য তিন নেতার দোড়ঝাপ লক্ষণীয়। তৃণমূল পর্যায়ে প্রচারণায় সাধারণ জনমনে প্রশ্ন কে হচ্ছে এবার নৌকার মাঝি ?
বীরগঞ্জ পৌরসভা নির্বাচনের পৌর মেয়র পদে আলোচনায় যারা- আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মোশারফ হোসেন বাবুল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও গতবারের নির্বাচনে নৌকার মাঝি হয়েও পরাজিত প্রার্থী মো. নুর ইসলাম নুর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম ফিরোজ আলম এবং বিএনপির প্রার্থী জেলা ও উপজেলা বিএনপি সদস্য মো. রেজওয়ানুল ইসলাম রিজু, জামায়াতের সাবেক মেয়র মাওলানা মো. হানিফ প্রমুখ।
উল্লেখ্য, বীরগঞ্জ পৌরসভা উপজেলা শহরের সুজালপুর ইউনিয়নের ৪টি মৌজার আংশিক এলাকা ৬.৩০বর্গ কি.মি. আয়তন নিয়ে গত ২০০২ সালে ১৫ জুন স্থাপিত হয়ে কার্যক্রম শুরু হয়। পরপর দুই বারেই জামায়াতের প্রার্থী মাওলানা মোহাম্মদ হানিফ বিজয়ী হয়।পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করলে পদশুণ্য হলে পৌরসভার উপ-নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে মোবাইলফোন প্রতীক নিয়ে মোশারফ হোসেন বাবুল পৌর মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। জানা যায়, বর্তমানে বীরগঞ্জ পৌর শহরের ৯টি ওয়ার্ডে মোট ১৩ হাজার ৯১৭ জন ভোটার রয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার