গাজীপুরের টঙ্গী ৫৬নং ওয়ার্ড মধুমিতা এলাকায় পূর্ব থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী এমএস নাসির উদ্দিরের বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে ভাংচুর করেছে একদল দুর্বৃত্ত। এসময় দুর্বৃত্তরা বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
আজ শনিবার ভোরে গোলাগুলির ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আজ শনিবার বিকালে এক প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয়া হয়েছে।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/ফারজানা